ঈদের ছুটি : লাখো পর্যটকের ভিড় কক্সবাজারে

বিডিপ্রেস এজেন্সি ডেস্ক : ঈদের ছুটিতে লাখো পর্যটকে মুখরিত হয়ে ওঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। ভ্রমণে আসা পর্যটকরা সমুদ্রসৈকত, রামুর বৌদ্ধ বিহার, মহেশখালীর আদিনাথ মন্দির, ইনানী, হিমছড়িসহ দশর্নীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন।

তবে গরমের তীব্রতার কারণে এ বছর পর্যটক সমাগম কম বলছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের নাম শুনলেই তো স্বপ্নের মতো লাগে। মনের ভেতরে অন্য রকম শিহরণ জাগায়। তাই সুযোগ এলেই কক্সবাজার আসতে চাই। এভাবেই প্রতিক্রিয়া জানালেন খাগড়াছড়ি থেকে ভ্রমণে আসা রফিকুল ইসলাম।

শুধু তিনি নয়, পরিবার-পরিজনের অনেকেই এই ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে আসেন বলেন জানান তিনি।

কেরানীগঞ্জের মরিয়ম বেগম জানালেন, গত বছর রাঙামাটি ঘুরতে গিয়েছিলাম। এ বছর কক্সবাজার। এসে ভালোই লাগছে।

এ বছর রমজান মাসেই পড়েছে মহান স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ। যে কারণে এই দুই বিশেষ দিনেও পর্যটকের দেখা মেলেনি এখানে। এছাড়াও পুরো মাস পর্যটকশূন্য ছিল। তারকামানের হোটেল ও রিসোর্টগুলোতেও কক্ষ ভাড়ায় ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিলেও পর্যটক আসেনি বলে জানান, বিচের লাইফ গার্ডের দায়িত্বে নিয়োজিত জয়নাল আবেদীন ভুট্টো।

ভুট্টো বলেন, রমজান শেষ হলেও গরমের তীব্রতা কমেনি। তাই এ বছর পর্যটক অন্যান্য বছরের তুলনায় অর্ধেক বলা যায়।

বিডিপ্রেস এজেন্সি/টিআই

আরও পড়ুন...