ট্রেন থেকে ২২ লক্ষ টাকার হেরোইন জব্দ

বিডিপ্রেস এজেন্সি,চিলাহাটি,চুয়াডাঙ্গা : চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেন থেকে এক কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার (১২ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে একটি বিশেষ টহল দল দর্শনা রেল স্টেশনে অবস্থান করে। ট্রেনটি স্টেশনে পৌঁছালে দ্বিতীয় বগির ভেতরের ক্যারিয়ারের ওপর থেকে একটি স্কুল ব্যাগ তল্লাশি করা হয়। পরে এর মধ্যে পাঁচটি পলিথিনের ছোট প্যাকেট থেকে এক কেজি ১০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, জব্দ করা হেরোইনের অনুমানিক মূল্য ২২ লাখ টাকা। এ ঘটনায় অভিযান পরিচালনাকারী চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অন্তর্ভুক্ত দর্শনা বিওপি কমান্ডার সুবেদার মো. নওশের আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

বিডিপ্রেস এজেন্সি/টিআই

আরও পড়ুন...