রাজনীতি হোক দেশ-জনতার কল্যাণে

ছবি : তাসবির ইকবাল।

সেদিন দেখলাম নরওয়ের পুলিশ প্রধানমন্ত্রীকে জরিমানা করেছে। নরওয়ের পুলিশ প্রমাণ করল ‘আইন সবার জন্য সমান’। একটি দেশের পুলিশ সে দেশের প্রধানমন্ত্রীকে জরিমানা করবে, বিষয়টি কি ভাবা যায়? হ্যাঁ এই বিষয়টি আমাদের অভাগা বাঙালি জাতির কাছে নিশ্চয়ই অবাক লাগার কথা। কারণ আমরা বাঙালি জাতি কখনোই নিয়ম মানিনি এবং ভবিষৎতেও মানবো কিনা তাও জানি না।

আমরা হুজুগে পাগল জাতি। ঠিক এই ঘটনাটি যদি বাংলাদেশে ঘটতো তাহলে সেই পুলিশের কি হাল হতো সেটা একবার চিন্তা করে দেখছেন? আমাদের দেশে তো সরকারের বিরুদ্ধে একটা টু শব্দও করা যায় না, অন্য বিষয় বাদই দিলাম। তাও কিছু বাজে লোক বলবে বাংলাদেশ গণতন্ত্রের দেশ।

বাংলাদেশ এখন অবধি গণতন্ত্রের কাতারে যেতে পারেনি সামনেও হয়তো পারবে না। আমাদের বিবেক ধ্বংস হয়ে গিয়েছে। আমরা দূষিত রাজনীতির তাবেদারি করে নিজেকে নষ্ট করে দিচ্ছি, নিজের আত্নসম্মানকে চামচামি করে হারাচ্ছি প্রতিটি সময়। এসব দেখে হৃদয় হাহাকার করে স্তব্ধ জ্বালায়।

আমরা কেন অমুক নেতা, অমুক নেত্রীর পক্ষে কুকুরের মতো চিক্কার করে স্লোগান দেই, এতে লাভ কি? আদৌ ওই নেতা ওই নেত্রী কি আপনাকে চিনে ঠিক মতো? দুঃসময়ে আপনার হয়ে কথা বলেছে কখনো? বিষয়গুলো আমাকে ভাবায়। বর্তমানে দেশের যে দুটি রাজনৈতিক দল আছে আমি দুটোকেই ঘৃণা করি। জানেন কেন? কারণ তারা নিজ স্বার্থ আদায়ের জন্য মানুষকে অন্ধ করে খাটাচ্ছে প্রতিনিয়ত, তবে হ্যাঁ উপকারও করছে তবে সেটাও নিজ স্বার্থ আদায়ের জন্য।

আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান দুজনকেই শ্রদ্ধা করি। কারণ তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজ প্রাণ উৎসর্গ করেছেন। তাদেরকে সবসময় শ্রদ্ধা ভরে স্বরণ করি। তারা ওপারে ভালো থাকুক। কিন্তু তাদের তৈরি করা আদর্শ থেকে আমরা কি শিক্ষা নিয়েছি? চামচামি আর একে অন্যের পেছনে লেগে থাকা? এই কাজগুলো সত্যিই দুঃখজনক। এই দুটো কারণে দেশের আজ এই দশা।

যারা দেশ চালাচ্ছেন, চালিয়েছেন তাদের প্রত্যেকের মধ্যে খুঁটিনাটি ভুল আছে। এগুলো মেনে নেয়াটাই সমীচীন ব্যাপার। কিন্তু বর্তমান দুটো রাজনৈতিক দলের প্রেক্ষাপটে কত অসহায় কর্মী তার ভালোবাসার দলের জন্য নিজ প্রাণ দিয়েছে রাজপথে। এদের খোঁজ কি রাজনৈতিক দলগুলো রাখে? আমার তা মনে হয় না। তাই রাজনীতিকে দেশের মানুষের জন্য, দেশের জন্য উৎসর্গ করাটাই রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু এই অল্প কথার উদ্দেশ্যটি কজন কাজে লাগায়, কজন লাগাচ্ছে?এই কিছু বিষয়গুলো আমার মনে পিড়া দেয়, ভিন্ন চিন্তাধারা সৃষ্টি করে, শুধু ঘটনাগুলো দেখি আর অশান্ত মনটাকে শান্তনা দেই মিথ্যে ঘটনা বলে।

লেখক : তাসবির ইকবাল, তরুণ লেখক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। 

আরও পড়ুন...