বিডিপ্রেস এজেন্সি, ঢাকা : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে’র নেতারা বলেছেন, দেশে প্রত্যাশিত রাজনৈতিক সমঝোতা ও শান্তির পথ পরিহার করে ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকার একতরফা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ প্রেক্ষিতে দেশে বিদ্যমান সংঘাত ও সহিংস পরিস্থিতি, ঢাকার বাইরের অঙ্গ ইউনিয়নের কাউন্সিলরদের ঢাকায় আগমনসহ সার্বিক প্রস্তুতি বিঘ্নিত হওয়া সে সাথে দেশের বর্তমান অচলাবস্থা অনিশ্চয়তা বিবেচনায় আগামী ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল এবং নির্বাচন পিছিয়ে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি-২০২৪ পুনঃনির্ধারণ করা হয়েছে।
শুক্রবার সংগঠনের নির্বাহী পরিষদের ভার্চুয়াল এক সভায় নেতারা এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম আব্দুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন মহাসচিব নুরুল আমিন রোকন।
সভায় নির্বাহী পরিষদ ও অঙ্গ ইউনিয়নের নেতারা অংশ নেন।
বিডিপ্রেস এজেন্সি/এসএ