বিডিপ্রেস এজেন্সি ডেস্ক : নিখোঁজের ছয় দিন পর মৃত মোঃ রুহুল কুদ্দুসের (৩২) মরদেহ পেলেন পরিবার। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পাওয়া গেলো পরিচয়। মৃত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া ৪ নং ওয়ার্ড এর মো. নেসার আহম্মদ এর ছেলে।
কামরাঙ্গীচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন হাসান বলেন, গত ২১ এপ্রিল ভোর পাঁচটার দিকে অত্র থানাধীন কোম্পানিঘাট পাওয়ার হাউজের পাশে পাকা রাস্তার উপর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয় রুহুল কুদ্দুসকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন দিবাগত রাত (২২ এপ্রিল) ২ টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ঐ কর্মকর্তা বলেন, তার কোনো পরিচিত লোকজন পাওয়া যাচ্ছিল না। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় মিলে। পরে স্বজনদের সংবাদ দেয়া হয়। রোববার (২৩,এপ্রিল) দুপুরে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মৃতের ভাই আজিজুল হক খান মরদেহ বুঝে নিয়ে যান।
মৃতের ভাই পুলিশকে জানিয়েছেন, রুহুল কুদ্দুস মানষিক ভারসাম্যহীন। সে মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে যেত। গত ১৬ এপ্রিল কাউকে কিছু না বলে বের হয়ে যায়। তাকে অনেক খোঁজাখুজি করেছেন তারা। পরে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালে এসে তার মরদেহ পান।
মৃত ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পরেছিলেন কিনা, কিংবা অন্য কোনো কারনে মারা গেছেন কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
বিডিপ্রেস এজেন্সি/টিআই