বিডিপ্রেস এজেন্সি,বগুড়া : বগুড়ার শেরপুর উপজেলায় শেরপুর থানা পুলিশের অভিযানে ৫জন আন্তঃজেলা চোর এবং ল্যাপটপ সহ অন্যান্য চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে।জানা যায়, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক জনাব সাইফুল বারী ডাবলু এর চুরি যাওয়া ল্যাপটপ ও অ্যাডভান্স স্কুল এন্ড কলেজের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধারের তদন্ত করতে গিয়ে তাদের ল্যাপটপসহ টিম শেরপুরের জালে ০৫ জন কুখ্যাত আন্তঃ জেলা চোর গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে ০৩ টি ল্যাপটপ, ০১টি সিস্টেম ইউনিট, ০৩ টি মোবাইল ফোন, ০১ টি গ্যাস সিলিন্ডার, ০১ টি গ্যাসের চুলা ও চুরি করার সিঁদকাঠি সহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে উক্ত কলেজের পরিচালক জনাব মোঃ তাজকিরুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করেন। আজ ০৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে।মামলাটি পুলিশ পরিদর্শক জনাব মোঃ হারুনুর রশিদ তদন্ত করছেন।