
বিডিপ্রেস এজেন্সি ডেস্ক : এবারের এইচএসসি পরীক্ষার ফল নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবার কম বিষয়ে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে। সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ভালো ফলাফল হয়েছে।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এবার কম বিষয়ে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে।
সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ভালো ফলাফল হয়েছে। আর পাসের হার বেশি হলে খারাপ কি? এমন একদিন আসবে, যেদিন শতভাগ উত্তীর্ণ হবে।
যে পরিমাণ শিক্ষার্থী পাস করেছে তাতে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংকট হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের মনে হয় না আসন সংকট হবে। আমাদের যে চিন্তা সবাইকে অনার্স-মাস্টার্স করতে হবে, এটা বিশ্বের কোথাও হয় না। জেলায় জেলায় নতুন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেগুলো মানে আসতে একটু সময় লাগবে।
ভর্তি পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, যে সিলেবাসের ওপর এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয়েছে, সে সিলেবাসেই ভর্তি পরীক্ষাগুলো হওয়া উচিত, না হলে শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ছয় হাজার ৭১৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ বেশি পেয়েছে ২৭ হাজার ৩৬২ জন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিপ্রেস এজেন্সি/আই